ক্রমিক নং | সেবার ধরন | সেবা
| সেবা প্রাপ্তির প্রয়োজনীয় সময় | সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারের বিধান | |
---|---|---|---|---|---|
০১.
| সহায়তা | ১.১ প্রযুক্তি সহায়তা | ১) কৃষি বিষয়ক উন্নত প্রযুক্তিসমূত কৃষকদের নিকট হসত্মামত্মর। ২) প্রদর্শনী পস্নট স্থাপন, মাঠ দিবস উদযাপন, কৃষক র্যালী ইত্যাদি।
| প্রয়োজন মোতাবেক | উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী, সাতক্ষীরা বরাবর আবেদন করতে হবে |
১.২ মানসম্মত বীজ উৎপাদন | ১) নির্ধারিত প্রগতিশীল চাষীদের মাধ্যমে উন্নত মানের বীজ প্রযুক্তি বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান, উৎপাদিত বীজ সঠিকভাবে সংরক্ষণ এবং অন্যান্য চাষীদের মাঝে বিতরনের ব্যবস্থা করা। | নিয়মিত | |||
১.৩ কৃষি ঋণ প্রাপ্তিতে সহায়তা প্রদান | ১) সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান হতে কৃষি ঋণ প্রাপ্তিতে সহায়তা প্রদান। ২) কৃষি ঋণ প্রাপ্তির অনুকুলে উৎপাদন পরিকল্পনা প্রনয়ণে সহায়তা প্রদান। ৩) ঋণ বিষয়ক সুবিধাদি এবং প্রযোজ্য সুদের হার বিষয়ে কৃষকদের অবহিত করা। | নিয়মিত | |||
১.৪ কৃষি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহায়তা | ১) কৃষি বিষয়ক যে কোন তথ্য, পরামর্শ এবং প্রযুক্তি কৃষিকর্মী, কৃষক এবং সাধারণ জনগনের মধ্যে পৌঁছানো | নিয়মিত | |||
১.৫ সমন্বিত সম্প্রসারণ সেবা প্রদান | ১) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বিভিন্ন সরকারী, বেসরকারী ও গবেষণা সংস্থার সাথে সমন্বয় সাধনের মাধ্যমে সম্প্রসারণ সেবা প্রদান। | নিয়মিত | |||
১.৬ কৃষি পণ্য বিপনণে সহায়তা করা। | ১) কৃষকের উৎপাদিত পণ্যের বাজারজাতকরণে এবং ন্যায্যমূল্য পেতে সহায়তা প্রদান। | নিয়মিত | |||
১.৭ কৃষি পণ্যের মূল্য সংযোজনে সহায়তা | ১) কৃষি পণ্যের প্রক্রিয়াজাতকরণ, প্যাকেজিং ও নানাবিধ ব্যবহারমুখী পণ্যে রম্নপামত্মরে কারিগরী সহায়তা প্রদান। | নিয়মিত |
| ||
০২. | প্রশিক্ষণ | প্রশিক্ষণ প্রদান | ১) কৃষি বিষয়ক উন্নত প্রযুক্তি সম্পর্কে কৃষকদেরকে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান। | প্রয়োজন মোতাবেক | ঐ |
০৩. | পুনর্বাসন | কৃষি পুনর্বাসান সহায়তা | ১) বন্যা, খরা ও অন্যান্য প্রাকৃতিক দুযোগে ক্ষয়ক্ষতি পুষিয়ে নেয়ার লক্ষ্য কৃষি উপকরণ সহায়তা প্রদান। | প্রয়োজন মোতাবেক | ঐ |
০৪. | কৃষি ভর্তুকি | কৃষিতে ভর্তুকি ও উৎপাদনে সহায়তা প্রদান | ১) কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্য উপকরণাদি কৃষকের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য এবং উৎপাদন খরচ কমানোর জন্য বিভিন্ন সময় সরকারের দেয়া ভর্তুকি উপকরণাদি কৃষকদের মধ্যে বিতরন। | প্রয়োজন মোতাবেক | ঐ |
০৫. | ব্যাংক হিসাব খুলতে সহায়তা করা | ১০টাকার বিনিময়ে ব্যাংকে হিসাব খুলতে সহায়তা প্রদান | ১) সহজ প্রক্রিয়ায় ১০ টাকা জামানতের বিনিময়ে ব্যাংকে হিসাব খুলতে কৃষকদের সহায়তা প্রদান। | প্রয়োজন মোতাবেক | ঐ |
০৬. | উপকরন সহায়তা | কৃষি উপকরন সহায়তা প্রদান | ১) কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্য সরকার কর্তৃক সময়ে সময়ে চাষীদের মাঝে কৃষি উপকরণ সহায়তা প্রদান করা হয়। | প্রয়োজন মোতাবেক | ঐ |
০৭. | সার ডিলার নিয়োগ ও বালাইনাশাকের লাইসেন্স প্রদান | ৭.১ সার ডিলার ও খুচরা সার বিক্রেতা নিয়োগ | ১) প্রতিটি ইউনিয়নে এক (০১) জন বিসিআইসি সারের ডিলার ও প্রতি ওয়ার্ডে এক (০১) জন করে খুচরা সার বিক্রেতা নিয়োগের ব্যবস্থা করা। | প্রয়োজন মোতাবেক | ঐ |
৭.২ বালাইনাশকের খুচরা ও পাইকারী বিক্রেতার লাইসেন্স প্রদান | ১) বালাইনাশকের খুচরা ও পাইকারী বিক্রেতার লাইসেন্স প্রদান। ২) বালাইনাশকের মান ও বাজার নিয়ন্ত্রণ। | প্রয়োজন মোতাবেক | ঐ | ||
০৮. | সংগনিরোধ | সংগনিরোধ সেবা | ১)কোয়ারেনটাইনস রম্নলস প্রয়োগের মাধ্যমে সমুদ্র, স্থল ও বিমান বন্দরে বৈদেশিক রোগ বালাই এর অনুপ্রবেশ ও বিসত্মার প্রতিরোধ করা। ২) দেশের অভ্যমত্মরে ও আঞ্চলিক পর্যায়ে মারাত্মক বালাই অনুপ্রবেশ ও বিসত্মার রোধে সেবা প্রদান করা। | প্রয়োজন মোতাবেক | ঐ |
০৯. | মনিটরিং | ৯.১ সার মনিটরিং | ১) সারের আগমনী বার্তা প্রাপ্তির পর বিক্রয়ের অনুমতি প্রদান। ২) সার উত্তোলন, মজুদ ও সরবরাহ নিয়ন্ত্রণ ও মনিটরিং। ৩) সারের মান ও বাজার নিয়ন্ত্রণ। ৪) ভেজাল সারের নমুনা সংগ্রহ ও পরীÿাগারে প্রেরণপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ। | নিয়মিত | ঐ |
৯.২বালাইনাশকের মনিটরিং | ১) বালাইনাশকের মান ও বাজার নিয়ন্ত্রণ। ২) ভেজাল নমুনা সংগ্রহ ও পরীÿাগারে প্রেরণপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ। | নিয়মিত | ঐ | ||
১০. | এলসিসি ব্যবহার | লীফ কালার চার্ট ব্যবহার | ১) লীফ কালার চার্ট ব্যবহার করে ধান ফসলে সঠিক মাত্রায় ইউরিয়া সারের ব্যবহার বিষয়ে কৃষকদেরকে পরামর্শ প্রদান। | প্রয়োজন মোতাবেক | ঐ |
১১. | গুটি ইউরিয়া ব্যবহার | গুটি ইউরিয়া ব্যবহার | ১) গুটি ইউরিয়া প্রয়োগ করে ধান ফসলে ইউরিয়া সার সাশ্রয়ে কৃষকদের পরামর্শ প্রদান। | প্রয়োজন মোতাবেক | ঐ |
১২. | মাটির স্বাস্থ্য সংরক্ষণ | মাটির স্বাস্থ্য সংরক্ষণ | ১)মাটির স্বাস্থ্যসেবায় সুষম সার প্রয়োগ, জৈব সার প্রয়োগ ও শস্য পর্যায় বিষয়ে কৃষকদেরকে পরামর্শ প্রদান ও সহায়তা করা। ২) উপজেলা নির্দেশিকা অনুসারে সার সুপারিশ প্রদান করা। ৩) জৈব কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট, খামারজাত সার প্রস্ত্তত ও ব্যবহারে কৃষকদেরকে প্রয়োজনীয় কারিগরী সহায়তা প্রদান। | নিয়মিত | ঐ |
১৩. | পরামর্শ | ১৩.১ সমন্বিত বালাই ব্যবস্থাপনা | ১) আইপিএম ও আইসিএম ক্লাবের মাধ্যমে পরিবেশ সম্মত উপায়ে ফসলের রোগ ও পোকামাকড় দমনে কার্যকরী প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান। | নিয়মিত | উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী, সাতক্ষীরা বরাবর আবেদন করতে হবে |
১৩.২ সেচ ব্যবস্থাপনা | ১) সেচ ব্যবস্থাপনার প্রযুক্তির উপর প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান। ২) সেচ কাজে ভূপরিস্থ পানি ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করা। | নিয়মিত | ঐ | ||
১৩.৩ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় পরামর্শ প্রদান | ১) বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন-খরা, বন্যা, ঝড়, লবনাক্ততা, শীলাবৃষ্টি, জলাবদ্ধতা, জলোচ্ছাস ইত্যাদি সংক্রামত্ম প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলায় প্রয়োজনীয় পরামর্শ প্রদান। | প্রয়োজন মোতাবেক | ঐ | ||
১৩.৪ বসত বাড়ির আঙ্গিনায় সবজি চাষ | ১) কৃষক/কৃষানীদের বসতবাড়ীর আঙ্গিনায় সবজি চাষ ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পরামর্শ প্রদান। ২) পারিবারিক পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান। ৩) সবজি উৎপাদনে পরামর্শ প্রদান। | নিয়মিত | ঐ | ||
১৩.৫ ফল বাগান সৃজন ও ব্যবস্থাপনা | ১) উন্নত জাতের দেশী ও বিদেশী ফলের বাগান সৃজনে কৃষকদেরকে উদ্বুদ্ধকরণ ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান। ২) ফল বাগান ব্যবস্থাপনায় কৃষকদেরকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান। | নিয়মিত | ঐ |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS